প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন প্রতিনিধি। রবিবার (২৫ মে) বিকাল ৬টার কিছু সময় পর এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বৈঠকে দেশের চলমান ইস্যু ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
রবিবার প্রথম দফায় এই বৈঠকে অংশ নিয়েছেন— লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, আমার বাংলা (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
আজ সন্ধ্যা পৌনে ৭টায় আরও কয়েকটি রাজনৈতিক দলের ৯ জন প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে।
উল্লেখ্য, শনিবার (২৪ মে) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে বিএনপি বলেছে, বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে লিখিত বক্তব্যে দিয়েছে। এছাড়াও সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে আলোচনা হয়।
জামায়াত নির্বাচনের সঙ্গে সংস্কারের রোডম্যাপ চাইলেও কোনও সময়ের কথা বলেনি। তবে তারা আগের মতই নির্বাচনের আগে সংস্কারের ভাবনা জানিয়ে।
অন্যদিকে এনসিপি বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের সঙ্গে জুলাই ঘোষণাপত্রের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানিয়ে। বলেছে, আওয়ামী লীগের সময়ের সব নির্বাচন আইন করে নিষিদ্ধ করতে হবে।