ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কামরুজ্জামানকে বদলি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বদলি করা হয়েছে। তিনি মাত্র ৩ মাস ৮ দিন এ দায়িত্বে ছিলেন।

সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। তিনি গত ১৮ ফেব্রুয়ারি ডিএনসিসির সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। 

ডিএনসিসির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রশাসক মোহাম্মদ এজাজের বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল। এই দ্বন্দ্বের কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও, গত ১৬ এপ্রিল ডিএনসিসির আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা— প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে হঠাৎ বদলি করা হয়। তখনও তাদের বদলির পেছনে প্রশাসকের সঙ্গে দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে।