আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।  

বিভিন্ন এলাকায় পুলিশ দলীয় প্রভাবশালীদের মুখপাত্র হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে পুলিশের ওপর নির্ভরশীল হুয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সে জন্য প্রশিক্ষণের কথায় জোর দিয়েছেন। তাদের নিবিড় প্রশিক্ষণের কথা বলেছেন। ভোটের জন্য যেন প্রস্তুত থাকে। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি তো আমরা দেখছি আগের চেয়ে অনেক ভালো। যেগুলো মবের… বিশৃঙ্খল জনতা যেসব ঘটনা ঘটিয়েছে তার জন্য তো বেশিরভাগ ক্ষেত্রেই গ্রেফতার আছে।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা বা মুরাদনগরের ঘটনায় দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পুলিশ খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে, গ্রেফতার করেছে। আর প্রধান উপদেষ্টা তো আজকের বৈঠকে বলেছেন নির্বাচনকে সামনে রেখে বাহিনীকে আরও কঠোর হতে। 

এ সময় অপর প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবেন কিনা জানি না, তবে নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।