চীনে বিডা’র অফিস খোলার পরিকল্পনা চলছে: আশিক চৌধুরী

চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রথম আন্তর্জাতিক কার্যালয় খোলার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বুধবার (৯ জুলাই) ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘চায়না-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এই তথ্য জানান তিনি। সেমিনারের আয়োজক ছিল চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, আগস্ট মাস থেকে ২০টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি সই হয়েছে। এসব চুক্তির আওতায় প্রত্যাশিত বিনিয়োগের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর ফলে চীন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সরাসরি বৈদেশিক বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির কারণে চীন ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশ এ সমস্যা মোকাবিলার জন্য যথেষ্ট সক্ষম। বাংলাদেশ-চীন-পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় ফোরাম গঠনের আলোচনা চলছে, যা সুরক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এতে অন্য কোনও দেশের উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি।

বিডার চেয়ারম্যান বলেন, চীনে অফিস খোলার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এটি বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতে বাংলাদেশের বৈশ্বিক বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বাংলাদেশের দক্ষ ও শক্তিশালী শ্রমশক্তিকে কীভাবে চীনা কোম্পানির সঙ্গে যুক্ত করা যায়, তা গুরুত্ব সহকারে ভাবতে হবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানান, কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ, চীন ও পাকিস্তান ১২টি ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি বৈঠক হয়েছে, তবে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি। কারণ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদার এবং শিল্প সহযোগিতাকে সামনে রেখে এই উদ্যোগগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।