হরতাল প্রত্যাহার করলো জামায়াত

রাষ্ট্রধর্ম নিয়ে রিট খারিজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী হরতাল প্রত্যাহার করে নিয়েছে।  ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান দলের এ সিদ্ধান্তের কথা জানান।

দলটি এক বিবৃতিতে জানিয়েছে, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করা হয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজ হরতাল পালন করছিল। এর মধ্যে হাইকোর্ট শুনানি শেষে রিট খারিজ করে দেন। এজন্য চলমান হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের এই ঐতিহাসিক বিজয় নির্দিষ্ট কোনও দল, ব্যক্তি বা গোষ্ঠীর বিজয় নয়। এদেশের ১৬ কোটি মানুষেরই বিজয়।
এতে আরও বলা হয়, ভবিষ্যতেও জনগণের স্বার্থ ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমতের উর্ধ্বে উঠে ঐক্য গড়ে তুলে নাগরিক দায়িত্ব পালন করতে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।

/এসটিএস/এসটি/