সাবেক এয়ার মার্শাল ইনামুল বারী বিমান পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান

বিইনামুল বারীমান বাংলাদেশ এয়ারলাইন্স লি.-এর সার্বিক উন্নয়ন এবং কর্মকাণ্ডে গতিশীলতা আনতে ২০১৬ সালের জন্য ১৩ জনের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মো. ইনামুল বারী। তিনি বর্তমানে পিআরএল ভোগরত রয়েছেন। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের অন্য পরিচালকরা হলেন, অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান (এনআই খান), (পিআরএল ভোগরত), বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারশন অ্যান্ড ট্রেনিং), ইঞ্জিনিয়ার ইন চিফ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, তাপস কুমার রায়, সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত), ব্যারিস্টার তানজিবুল আলশ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট , সিদ্দিকুর রহমান, সভাপতি, বিজিএমইএ, নূর-ই-খোদা আব্দুল মবিন, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক, ইমার্জিং রিসোর্সেস লি. ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও বিামন বাংলাদেশ এয়ারলাইন্স লি.

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নতুন বোর্ড বিমানের জন্য এক ‘রাঙা প্রভাত’ নিয়ে আসবে। বিমান বহির্বিশ্বে বাংলাদেমের সুনাম ও মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত  হবে’।  বিমান হবে বাংলাদেশের ‘মেঘদূত’।

/এসআই/এমএনএইচ/