তনু হত্যার বিচার দাবিতে ধানমণ্ডিতে সড়ক অবরোধ

তনু হত্যাকাণ্ডকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে ধানমণ্ডিতে সড়ক অবরোধ করেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বুধবার সকালে ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।
প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষর্থীরা। এতে ওই এলাকাতে সৃষ্ট হয় তীব্র যানজট।
এদিকে শাহবাগের প্রজন্ম চত্বরে রাজধানীর ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তনু হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা শাহবাগের প্রজন্ম চত্বরে বিক্ষোভ মিছিল করার পর সেখানে অবস্থান নেয়।
তনু হত্যার প্রতিবাদে মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে তনুকে সেনানিবাস এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন ২১মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এসআইএস/এআর/