সেরা প্রতিবেদনের পুরস্কার পেলেন ওমর ফারুক, জাকিয়া ও আসাদুজ্জামান

ওমর ফারুক, জাকিয়া আহমেদ ও মো. আসাদুজ্জামানবস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন লেখার জন্য জনপ্রিয় অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউনের তিনজন মার্চ মাসের জন্য সেরা রিপোর্টার হিসেবে বিবেচিত হয়েছেন। তারা হলেন- সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ এবং সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী নির্বাচিত এই তিন সাংবাদিককে নগদ অর্থ ও প্রশংসাপত্র দেওয়া হবে। বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন।
সিনিয়র রিপোর্টার ওমর ফারুকের প্রতিবেদনটি  ‘সেরা প্রতিবেদন’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে। এর শিরোনাম ছিল ‘জীবনী ক্ষমতা বেড়েছে: দীর্ঘদিন একই কীটনাশকে মরছে না মশা’ (প্রকাশ ১৮ মার্চ)।
সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদের প্রতিবেদনটি ‘সর্বাধিক পঠিত’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে। এর শিরোনাম ছিল ‘আমাকে হ্যারাস করা হয়নি’ (প্রকাশ ০৪ মার্চ)।
সাতক্ষীরা প্রতিনিধি মো.আসাদুজ্জামানের প্রতিবেদনটি ‘মফস্বল বিভাগ’ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে। এর শিরোনাম ছিল ‘গরিবের ভরসা ১০ টাকার ডাক্তার এবাদুল্লাহ’ (প্রকাশ ২৯ মার্চ)।
পুরস্কারের জন্য তিন ক্যাটাগরিতে প্রতিবেদন নির্বাচন করা হয়। ক্যাটাগরির মধ্যে রয়েছে সেরা প্রতিবেদন, সর্বাধিক পঠিত এবং মফস্বল বিভাগ। কর্তৃপক্ষের গঠিত জুরি বোর্ড বিবেচনার জন্য এবার ২২টি প্রতিবেদন নির্বাচন করেন। এগুলোর মধ্যে থেকে তিনটি প্রতিবেদনকে সেরা হিসেবে ঘোষণা দেওয়া হয়। ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।

ওএফ/এমএসএম  /আপ- এপিএইচ/

১. ‘‘জীবনী ক্ষমতা বেড়েছে: দীর্ঘদিন একই কীটনাশকে মরছে না মশা’’

 ২. ‘‘আমাকে হ্যারাস করা হয়নি’’ 

৩. ‘‘গরিবের ভরসা ১০ টাকার ডাক্তার এবাদুল্লাহ’’