বিকাল ৫টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করার নির্দেশ

সারাদেশে পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, অনুষ্ঠানস্থল সন্ধ্যা ৬টার মধ্যে অবশ্যই খালি করতে হবে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উদযাপন সংক্রান্ত বৈঠকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখে যে কোনও ধরনের বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।  এছাড়া এই উৎসবের দিনটি সারাদেশের মানুষ যেন সুন্দরভাবে পালন করতে পারে এবং কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহীনিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান হয়, তাই ঢাবির প্রক্টরকে এ নিয়ে ছাত্রনেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গতবছর পহেলা বৈশাখের অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার তদন্ত চলছে।

আলোচনা সভায় স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি, র‌্যাবের ডিজিসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/জেইউ/এসআই/এআর/এসটি/