এটিএম বুথে জালিয়াতি: আরও একজন গ্রেফতার

এটিএম বুথে জালিয়াতি অভিযোগে সিটি ব্যাংকের করা মামলায় কমফোর্ট ইন হোটেলের মালিক আবুল হাসনাতকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোররাতের দিকে তাকে আটক করা হয়।
গুলশান থানায় সিটি ব্যাংক মার্চ মাসে মামলাটি দায়ের করে। ওই মামলায় আবুল হাসনাত এজাহারভুক্ত আসামি। এটিএম জালিয়াতির মূল হোতা পিওটর সিজোফেন বাংলাদেশে আসার পর এই হোটেলে থাকতেন। এসময় পিওটরের সঙ্গে এই হোটেল মালিকের সখ্যতা গড়ে ওঠে।

হোটেল মালিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

তিনি বলেন, গুলশান থানার নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আবুল হাসনাতকে বর্তমানে ডিবিতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে পিওটরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

/এআরআর/এসটি/