‘মশাল’ ইস্যুতে আজ ইসিতে শুনানি

মশাল প্রতীক ও জাতীয় সমাজতান্ত্রিক দল নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আজ বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নিজেদের ‘মূল জাসদ’ বলে দাবি করা দুই পক্ষই ‘দলিলপত্র’ জমা দিয়েছে। দাবির পক্ষে বুধবার ইসিতে নিজেদের বক্তব্য তুলে ধরবেন দুই কমিটির নেতারা।

গত ১২ মার্চ জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়।

ইসি সূত্রে জানা গেছে, মশাল নিয়ে ‘দৌড়ের উপর রয়েছে’ জাসদের দু’পক্ষই। ইসির নির্দেশনা অনুসারে সম্মেলনের কার্যবিবরণী তৈরি করে মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুই পক্ষই তাদের দলিলপত্র কমিশনের পৌঁছে দিয়েছে।

জাসদের আলাদা কমিটি হওয়ায় দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। প্রার্থী মনোনয়নে প্রত্যয়ন ক্ষমতা নিয়েও দলটিতে তৈরি হয়েছে ‘বিভক্তির জটিলতা’। দ্রুত বিষয়টির নিষ্পত্তি না হলে নতুন জটিলতা হতে পারে- এমন আশঙ্কায় আজ ইসিতে এ নিয়ে শুনানি হবে।

/এসটি/