আপিলেও জেএমবি জঙ্গির ফাঁসি বহাল

২০০৫ সালে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে বোমা হামলার মামলায় জেএমবি জঙ্গি মাসুমুর রহমানের ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার হাইকোর্টের ফাঁসির রায় বহাল রেখে চূড়ান্ত এ রায় দেন।

একইসঙ্গে এই মামলায় বিচাররিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য মোহাম্মদ আমজাদ আলীকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বাতিল করে আমজাদ আলীর পুনর্বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে কনডেম সেল থেকে সাধারণ কয়েদিদের সেলে রাখারও নির্দেশ দেন আদালত।

/ইউআই/এসটি/