শাহজালালে ৮শ গ্রাম স্বর্ণ উদ্ধার

স্বর্ণহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭শ গ্রাম স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণের অলঙ্কার উদ্ধার করছে ঢাকা কাস্টম হা্উজ। সোমবার সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর জুতার ভেতর থেকে এগুলো জব্দ করা হয়।
এ প্রসঙ্গে ঢাকা কাস্টম হা্উজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, সিঙ্গাপুর থেকে আসা (আরএক্স-৭৮৫) ফ্লাইটের এক যাত্রীর জুতার ভেতর থেকে ৭শ গ্রাম স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণের অলঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:

মিডিয়াকে নিয়ন্ত্রণের জন্য একটি উপায় থাকা প্রয়োজন: আইজিপি

/সিএ/এএইচ/