তনু হত্যার রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করার আবেদন জানিয়ে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আদালত বলেছেন, তনু হত্যার বিষয়ে দায়ের করা মামলার তদন্ত চলমান। তাই রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হলো।’

আরও পড়তে পারেন: এবার ঠোঁটে আঙুল রেখে সাক্ষীদের ‘চুপ’ থাকার হুমকি নূর হোসেনের

তিনি জানান, তনু হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও জড়িতদের গ্রেফতারের প্রার্থনা জানিয়ে হাইকোর্টে গত ৩ এপ্রিল রিট পিটিশনটি দায়ের করা হয়।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় তনুর লাশ পাওয়া যায়। তনু কুমিল্লা ময়নামতি সেনানিবাসের ভেতরে অলিপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী। খবর বাসস।

/এসটি/