জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সভাপত্বি করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। কমিটির সদস্য মো. তাজুল ইসলাম ও শামসুল হক চৌধুরী বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, রেল হচ্ছে সবচেয়ে নিরাপদ বাহন। এখন পর্যন্ত অন্য যেকোনও বাহনের তুলনায় রেলের ভাড়া কম। তাই আমরা পরামর্শ দিয়েছি প্রয়োজনে ভাড়া বাড়িয়ে যাত্রী সেবার মান বাড়ানো হোক। তিনি বলেন, যাত্রীরা বাসে যাওয়ার চেয়ে রেলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এজন্য ভাড়া বাড়িয়ে হলেও সেবার মান বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে বন্ধ রেলপথ শিগগিরই চালু করার সুপারিশ করা হয়েছে।
আরও পড়তে পারেন:
বৈঠকে ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর হালনাগাদ বাস্তব ও আর্থিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়—রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০১৫-২০১৬ অর্থবছরে মোট প্রকল্পের সংখ্যা ৩৯টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৩৪টি এবং কারিগরি সহায়তা প্রকল্প ৫টি।
প্রতিবছর রেলপথ মন্ত্রণালয় প্রায় ৮০০ কোটি টাকা লোকসান দেয়, তা কমিয়ে আনার লক্ষ্যে রেলের ভাড়া বৃদ্ধির পাশাপাশি মালামাল পরিবহন করে আয়ের পথ তৈরির পরামর্শ দেওয়া হয় বৈঠকে। একইসঙ্গে যাত্রী সেবার মান বৃদ্ধি ও যাত্রী নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার ও সুপারিশ করা হয়।
/ইএইচএস/এমএনএইচ/