বৃষ্টি নামবে সিলেটে, ঢাকায় বাড়বে তাপ

আবহাওয়া ভবনপ্রচণ্ড গরমের হাঁসফাঁস থেকে শিগগিরই মুক্তি মিলছে না রাজধানীবাসীর। তবে সুখবর রয়েছে সিলেটের জন্য, বজ্রবৃষ্টির পাশাপাশি ভারী বর্ষণ হওয়ার সম্ভবনা রয়েছে এ বিভাগে।
শুক্রবার আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ ও টাঙ্গাইলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
পূর্বভাসে আরও বলা হয়, রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় চলমান মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
/এমও/এসএনএইচ/