ভুয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মূলে শিগগিরই অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমদেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো ভুয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে ওঠেছে। এ ধরনের ক্লিনিকগুলোতে রোগীদের সেবার নামে মাত্রাতিরিক্ত ফি আদায় করা হয়। এসব স্থানে অভিজ্ঞ চিকিৎসক পাওয়া যায় না। এজন্য এসব ভুয়া প্রতিষ্ঠান নির্মূলে শিগগিরই কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ে দেশব্যাপী প্রচারাভিযানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবীণদের জন্য চিকিৎসা ফি কমাতে বেসরকারি মেডিক্যালের মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দয়া করে আপনাদের হাসপাতালে রোগীদের বিভিন্ন টেস্টের ফি কমান। প্রবীণদের জন্য সরকারি হাসপাতালগুলোতে আলাদা কাউন্টার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে আমরা প্রবীণদের জন্য আলাদা কাউন্টার করতে পারি। এটা মানসিকতার বিষয়, এটা কঠিন নয়।  
/জেএ/এএইচ/

 

আরও খবর পড়ুন-

জ্বালানিকমলো জ্বালানি তেলের দাম