ফের মোটরসাইকেলে তিন ঘাতক

কাশিমপুর কারাগারগাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে সাবেক কারারক্ষী রুস্তম আলী (৬০)কে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেলে করে আসা তিন ঘাতক।কেন্দ্রীয় মহিলা কারাগারের অবসরপ্রাপ্ত  সার্জেন্ট ইনস্পেক্টর নিহত রুস্তম আলী কারাগার থেকে গত বছরের নভেম্বরে অবসরজনিত ছুটিতে যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারাগার সুপার সুব্রত কুমার বালা জানান, সকাল সোয়া ১১টার দিকে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের বাইরে দুই’শ গজের মতো উত্তরে আহম্মদ মেডিসিন কর্নার নামের ঔষধের দোকানের সামনে বসা ছিলেন রুস্তম আলী। এসময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুঁড়ে একটি মোটরসাইকেলযোগে দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পড়েছিল। তার বুকে ও মাথায় গুলিতে জখমের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
রুস্তম অবসরে যাওয়ার চার দিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মহিলা কারাগারে যোগ দেন। তার বাড়ি কুমিল্লায় বলে জানান ওই কারা কর্মকর্তা।

আরও পড়ুন:

হাইকোর্ট বিচারপতিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ অভিযোগ করা যাবে, মিথ্যা অভিযোগে শাস্তি

সুপার সুব্রত  কুমার বালা জানান, কারা এবং কী কারণে রুস্তম আলীকে হত্যা করেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না । পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ভাঙ্গারী দোকানের মালিক স্বপন মিয়া জানান, কাশিমপুর কারাগার সড়কের পাশে রুস্তম ওই ঔষধের দোকান থেকে ঔষধ কিনছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে আসে। চলন্ত মোটরসাইকেলের গতি কমিয়ে তিনজন আরোহীর মধ্যে একজন কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন। এরপর মোটরসাইকেলে করে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে চলে যায়।

াারও পড়ুন:

 মাহমুদুর রহমান জয় অপহরণ চক্রান্ত: মাহমুদুর রহমান ৫ দিনের রিমান্ডে

 

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচর্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, মৃতাবস্থায় রুস্তমকে হাসপাতালে আনা হয়েছে। তার বুকের বাম পাশে, গালে এবং বাম হাতে গুলির ক্ষত রয়েছে।

প্রসঙ্গত,একই কায়দায় দুই দুর্বৃত্ত  মোটরসাইকেলে করে এসে গত শনিবার  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী গলা কেটে হত্যা করে। এর আগে পঞ্চগড়ে পুরোহিত ও  রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায়ও দুর্বৃত্তরা একই স্টাইলে মোটরসাইকেল ব্যবহার করে এবং হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।   

এপিএইচ/