শহরটা দেখতে মানুষের মতো (ভিডিও)

ইতালির ছিমছাম শহর সেন্টুরাইপ। সিসিলির পাহাড়ের ওপর সমতলজুড়ে এর অবস্থান। এ কারণে শহরটাকে সিসিলির ব্যালকনি বলেও ডাকা হয়। এ শহর থেকে দেখা যায় ইতালির পাহাড়রাজ্যের দারুণ সব ভূদৃশ্য। কিন্তু যতই ওপরে উঠবেন, পাহাড় ছাড়িয়ে চোখ যাবে শহরটার দিকেই। বিশেষ করে উড়োজাহাজে করে শহরের কোনও বাসিন্দা নিচে তাকালেই আঁতকে উঠবেন—এ কোন ভূতের পেটে থাকিরে বাবা!

সেন্টুরাইপের মানচিত্রটাই এর জন্য দায়ী। দেখতে অবিকল মানুষের মতো। যে কিনা ভূতের মতোই হাত-পা ছড়িয়ে আছে শিকার ধরার অপেক্ষায়।

সেন্টুরিপের এ আকৃতি ধরা পড়েছে বেশিদিন হয়নি। গুগল আর্থে প্রথম বিষয়টা ধরতে পারেন স্থানীয় আলোকচিত্রী আন্দ্রিয়া পেরি। এরপর তিনি ড্রোন উড়িয়ে তুলে ফেলেন শহরটির চোখ ধাঁধানো কিছু ছবি।

প্রথম দিকে তো আন্দ্রিয়ার ছবি কেউ বিশ্বাসই করতে পারছিল না। পরে গুগল আর্থ ঘেঁটে সবাই বুঝতে পারে, শহরটা সত্যিই এমন।

রাতের বেলায় সমস্ত বাড়িঘরে যখন বাতি জ্বলে ওঠে তখন শহরটা সত্যিই যেন জীবন্ত হয়ে ওঠে।

 

দেখুন ভিডিও