আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আসলাম চৌধুরীবিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। সরকার উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ইনসপেক্টর গোলাম রাব্বানি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম এ তথ্য জানান।
বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  আইজিপি এ কে এম শহিদুল হক বলেন, ইসরায়েলের লিকুদ পার্টির নেতার সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এজন্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের পর মন্ত্রণালয় মামলার অনুমোদন দিয়েছে।  
এর আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার সিদ্ধান্ত রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলা ট্রিবিউনকে জানান।

আরও পড়তে পারেন: খালেদা জিয়াকে গ্রেফতারের পরিণাম ভালো হবে না: মির্জা আব্বাস

/জেইউ/এমএনএইচ/