বাড়ছে মুক্তিযোদ্ধা ও বয়স্ক ভাতা

বাজেটআগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘোষণা দেন।
সংসদে বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা এরই মধ্যে বৃদ্ধি করা হয়েছে। দ্রুত যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়া বয়স্ক ভাতা প্রাপ্তের সংখ্যা ৫ শতাংশ বৃদ্ধি করে ৩১ লাখ ৫০ হাজারে এবং ভাতার হার ১০০ টাকা বৃদ্ধি করে ৫০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিধবা, স্বামী নিগৃহীতা, দুস্থ মহিলা ভাতার হার ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ১১ লাখ ৫০ হাজারে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ ৯২ হাজার ৭শ’ ৬৫ কোটি টাকা

/ইউআই/এনএস/এপিএইচ/