‘স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই’

নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধনস্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ হয়ে যাওয়া  নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কলেজ চালু করার দাবিতে মানববন্ধন করছেন। মানববন্ধন থেকে তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন।
বুধবার (১৫ জুন) সকাল  সাড়ে এগারোটা থেকে  জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। গতকালও তারা এখানে একই কর্মসূচি পালন করেছেন। নাইটিংগেল মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আগামীকাল স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছি। তিনি আমাদের পক্ষ থেকে চারজন প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করবেন বলে তার কাছ থেকে আশ্বাস পেয়েছি।’ আমরা আশা করছি, ‘স্বাস্থ্যমন্ত্রী আমাদের কথা শুনবেন, সমস্যা সমাধানে ব্যবস্থা নেবেন।’
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সোনিয়া খানম বলেন, ‘গত ১২ জুন হঠাৎ করেই আমাদের কলেজ বন্ধ ঘোষণা করা হয়।  এভাবে কলেজ বন্ধ করায় আমাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।’ সোনিয়া আরও বলেন, ‘কলেজ বন্ধ ঘোষণার পর আমরা শান্তিপূর্ণভাবে কলেজে অবস্থান করছিলাম। কিন্তু গত ১৪ জুন ভোর রাতে পুলিশ দেয়াল টপকিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে আমাদের ওপর গুলি চালায়, টিয়ার শেলসহ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের গুলিতে আমাদের চারজন শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া, পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।
আমরা এই পুলিশি হামলার বিচার চাই এবং  ঘটনার সুষ্ঠু তদন্ত করে কলেজের প্রশাসনিক কার্যক্রম চালু করার জন্য প্রধানমন্ত্রীসহ স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাদের কাছে আমাদের আবেদন, আমরা যেন  শিক্ষা জীবন শেষ করতে পারি। ’
জেএ / এপিএইচ/

আরও পড়ুন: 

ফুঁসে উঠেছে মেডিক্যাল শিক্ষার্থীরা: শর্তারোপ করে পড়াশোনা চালানো যেত