পর্তুগালে ঈদুল ফিতর উদযাপিত

পর্তুগালে ঈদুল ফিতরের জামাতইদ মোবারাক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পর্তুগালে উদযাপিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আনন্দ মুখর পরিবেশে পর্তুগালের রাজধানী লিসবনসহ পর্তুগালের বিভিন্ন শহরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগালে ঈদুল ফিতরের জামাতধর্মপ্রাণ মুসল্লিরা কঠোর সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রমজানের এক মাস পার করেছে। এদিকে পর্তুগালের রাজধানী লিসবনে মাতৃমনিজ পার্কে এক বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এই ঈদ জামাতে ইমামতি করেন বাইতুল মোকারম মসজিদের খতিব মাওলানা আবু সাইদ। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন দেশের মুসলিমরাও এই ঈদ জামাতে অংশ নেন।

/এসএনএইচ/