ফেলে যাওয়া সেই জোড়া শিশু মারা গেছে

জোড়া শিশুঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  ফেলে যাওয়া সেই জোড়া শিশুটি বুধবার রাতে মারা গেছে। রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে ঢামেক  পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে দুই মাথা, চার হাত ও দুই পায়ের ওই ছেলে শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেলে রেখে যান স্বজনরা। এরপর শিশুটিকে  ঢামেকের শিশু সার্জারি বিভাগের ২০৫ নম্বর ওয়ার্ডে রাখা হয়।
ঢামেকের উপপরিচালক খাজা আবদুল গফুর তখন জানিয়েছিলেন, রাজধানীর কোনও একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এরপর ২০৫ নম্বর ওয়ার্ডে শিশুটিকে ফেলে তারা চলে যায়। ওয়ার্ডের অন্য রোগীরা প্রথম বুঝতে না পারলেও পরে বিষয়টি বুঝতে পারে। এরপর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে তারা জানায়। এরপর শিশুটি চিকিৎসাধীন ছিল।  
এআইবি/এপিএইচ/