দুদকের মামলায় মির্জা আব্বাসের বিচার শুরু

 

 

মির্জা আব্বাসদুর্নীতির অভিযোগে দুদুকের মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আমিনুল হক এ নির্দেশ দেন। একইসঙ্গে বিচারক আগামী ১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। 

এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির ও ওই মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার (অবসর)।

দুদকের আইনজীবী রুহুল ইসলাম খান বলেন, ‘সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির ও সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার বর্তমানে পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অন্য দুই আসামি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য আজহারুল হক ও ক্যাশিয়ার মনসুর আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৬ সালে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের নির্দেশে ঢাকার সাংবাদিক ইউনিয়ন সমবায় ও সমিতি লিমিটেডের নামে ক্ষমতার অপব্যবহার করে, নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মীরপুরের ৮ নম্বরে সাত একরের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এ ঘটনায় ২০১৪ সালের ৬ মার্চ দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মামলা করেন। পরের বছর তদন্তকারী কর্মকর্তা হামিদুল হাসান সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে বলা হয়, ১৮ কোটি ৯১ লাখ ৩০ টাকা মূল্যের সরকারি সম্পত্তি মাত্র ৩ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করেন আসামিরা।

রবিবার তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে  দু’জনকে মামলা থেকে অব্যাহতির আদেশ  দেন আদালত। 

/আইএসটি/বিটি/ এমএনএইচ/