জোড়া শিশুর প্রাথমিক অপারেশন

জোড়া শিশুগাইবান্ধায় জন্ম গ্রহণ করা জোড়া কন্যাশিশুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক অপারেশন করা হয়েছে। বৃহস্পতিবার অপারেশন করার পর তাদের হাসপাতালের নবজাতক ইউনিটের স্কাইবুতে রাখা হয়েছে। 

ঢামেক শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সাহনুর ইসলাম বলেন, ‘শিশু দু’টির পেট ফুলে যাচ্ছিল বলে প্রাথমিক অপারেশন করা হয়েছে। আজ তাদের পায়খানা ও প্রস্রাবের জন্য ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তবেএখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কিছুটা সুস্থ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি হাসপাতালে জোড়া লাগানো অবস্থায় জন্ম গ্রহণ করে এই দুই কন্যা শিশু। এরপর ৭ অক্টোবর তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই দুই শিশুকে ঢামেক সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দিচ্ছে।    

/এআইবি/এমডিপি/