আনসার সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিহত আনসার সদস্য মো. সোহাগ মিয়াহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনসার সদস্য সোহাগ মিয়াকে (২৮) হত্যার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে আমর্ড ব্যাটেলিয়ন (এপিবিএন)। কমটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এপিবিএন-এর অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা কেন ঘটলো? কোনও দুর্বলতা আছে কিনা? কারও দায়িত্ব অবহেলা আছে কিনা? এসব বিষয় দেখা হবে। দ্রুত সময়ের মধ্য তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন আনসার সদস্য সোহাগ মিয়া (২৮)। সে কুষ্টিয়ার মিরপুর থানার পুরশা গ্রামের মান্দার আলীর ছেলে। এছাড়া এ ঘটনায় আহত হন আরও তিনজন। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক যুবক বিমানবন্দরের তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। এয়ারপোর্টের ক্লিনারদের মতো হলুদ টি শার্ট পরা থাকলেও তার কাছে ডিউটি পাস ছিল না। এজন্য গেটে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। তখন সে আনসার সদস্যকে ছুরিকাঘাত করে ভেতরে প্রবেশ করে। ভেতরে দায়িত্বে থাকা আর্মড পুলিশ সদস্য আশিক তাকে আটকাতে গেলে তাকেও আঘাত করে ওই যুবক।

/সিএএইচ/এসএনএইচ/