মেলার বাইরে বই কেনেন না অর্ধেকের বেশি পাঠক

বইমেলার পর শেষ কবে বই কিনেছেন?বাংলাদেশের পাঠক বইমেলার বাইরে বই কেনেন কিনা—এমনটি দেখার জন্য বাংলা ট্রিবিউন-ডিএলএফ জরিপে একটি প্রশ্ন করা হয়। ‘বইমেলার পর শেষ কবে বই কিনেছেন?’ এমন প্রশ্নের জবাবে দেখা গেছে, চলতি বছরের বইমেলার বাইরে বই কেনেননি অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী। এর মধ্যে একটি অংশ বইমেলার পর কেবল ঢাকা লিট ফেস্টেই বই কিনেছেন।
অংশগ্রহণকারীদের এক তৃতীয়াংশের বেশি (৩৮.৪০%) জানিয়েছেন, তারা বইমেলার পর আর কখনও বই কেনেননি। বাকিদের মধ্যে ১৮.৬০ শতাংশ জানিয়েছেন বইমেলার পর কেবল লিট ফেস্টেই বই কিনেছেন তারা।
এছাড়া ৪৩ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, বইমেলা শেষ হওয়ার পর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে তারা একবার বই কিনেছেন।


আপনি কি পছন্দের মানুষকে জন্মদিনে কখনও বই উপহার দিয়েছেন?প্রিয়জনের জন্মদিনে কখনও বই উপহার দিয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ৫০০ জনের মধ্যে ৭৩.৬০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা প্রিয়জনের জন্মদিনে ইতোপূর্বে বই উপহার দিয়েছেন। বাকিরা কখনও বই উপহার দেননি।

এসএএস/এমএনএইচ