ঝালকাঠির সংসদ সদস্যের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

মামলাঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের বিরুদ্ধে এক কোটি টাকার চেক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন।

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য হারুন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান মামলাটি আমলে নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি এমপি হারুনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী এসএম শওকত হোসেন মিঞা বাংলা টিবিউনকে বলেন, ‘এর আগেও বাদী আসামির বিরুদ্ধে আরও একটি এক কোটি টাকার চেক জালিয়াতির মামলা করেছিলেন। ওই মামলায় আসামি সিএমএম আদালত থেকে জামিন নেন। মামলাটি ঢাকার বিশেষ জজ ১০ নম্বর আদালতে বিচারাধীন রয়েছে। আগামী ২৯ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত করা হয়েছে।’

মামলায় বলা হয়েছে, আসামি বজলুল হক হারুন ব্যবসায়ীক প্রয়োজনে বাদীর কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমানের টাকা ধার নেন। আসামি বাদীর ধারের টাকা আংশিক পরিশোধ করার জন্য গত ২৫ সেপ্টেম্বর এক কোটি টাকার একটি চেক দেন। ওই চেকের টাকা বাদী যমুনা ব্যাংক, বনানী শাখায় উত্তোলন করতে গেলে গত ২৬ সেপ্টেম্বর 'ডিজঅনার' হয়। বাদী বিষয়টি আসামিকে জানালে আসামি বাদীকে টাকা না দিয়ে ঘুরাতে থাকে। টাকা আদায় করতে না পারায় বাদী সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

/এসআইটি/এসএনএইচ/