না.গঞ্জে একই পরিবারের দগ্ধ তিনজনের আরও একজনের মৃত্যু

বার্ন ইউনিটের সামনে শিশু মরিয়মের লাশ কোলে নিয়ে কাঁদছেন নানা মকবুলনারায়ণগঞ্জের একই পরিবারের দগ্ধ তিন জনের মধ্যে মরিয়ম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে শিশুটির বাবা রায়হান উদ্দিন দগ্ধ অবস্থায় মারা যান।

রবিবার সন্ধ্যায় শিশুটির নানা মকবুল বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ সংকর পাল বলেন, ‘শিশুটির শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

গত ১৮ নভেম্বর শিশুটির বাবা রায়হান উদ্দিনও ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনে তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিলেন। একই ঘটনায় শিশুটির মা মায়া বেগম ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

জানা গেছে, গত ১৫ নভেম্বর ভোর পাঁচটার দিকে গ্যাসের চুলা ধরাতে গিয়ে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করেছেন ঘটনার রাতের কোনও এক সময় চুলার পাইপলাইন লিক হয়ে ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোর রাতে চুলা জ্বালাতে গিয়ে আগুন লেগে ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে। এতে ওই তিনজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

/এআইবি/এসএনএইচ/