রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে সৌদি আর্মস ফোর্সেস প্রধান

সশস্ত্রবাহিনী দিবসের উদ্বোধন করেন সৌদি সেনাবাহিনীর ঊধ্র্বতন কর্মকর্তা মেজর জেনারেল সুরাইদ আল-মোজাইনি

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সৌদি আরবে এক বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার রাতে দেশটির রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের (ডিকিউ) আল-তুয়াইক প্যালেসে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সৌদি আর্মস ফোর্সেস ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটির প্রধান মেজর জেনারেল সুরাইদ আল-মোজাইনি। তার সঙ্গে ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক-উল-হক। পরে বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্ এবং তার স্ত্রী জোবায়দা গুল-এ আরজু এবং প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক-উল-হক ও তার স্ত্রী।

সৌদি সেনাপ্রধানকে শুভেচ্ছা উপহার দিচ্ছেন রাষ্ট্রদূত গোলাম মসিহ

রাষ্ট্রদূত গোলাম মসিহ তার বক্তৃতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশে সৌদি সরকারের অব্যাহত সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে আমাদের চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলি অব্যাহতভাবে বিদ্যমান রয়েছে।

অভ্যর্থনা অনুষ্ঠানে ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনীর সমন্বয়ে একযোগে মুক্তিযুদ্ধে শত্রুর ওপর আক্রমণের বিভিন্ন রণকৌশলের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে বাংলাদেশ কম্যুনিটির রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, চিকিৎসকসহ পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল সুরাইদ আল-মোজাইরিকে বিশেষ উপহার ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ এবং দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে মো. ফারুক-উল-হক।

পরে সশস্ত্রবাহিনী দিবসের সকল আনুষ্ঠানিকতা শেষ করে ডিকিউ’র আল-তুয়াইক প্যালেসে সমাগত অতিথিরা নৈশভোজে অংশ নেন।

/টিএন/

(সংশোধনী: এই সংবাদ আপলোডের সময় ভুলবশত মেজর জেনারেল সুরাইদ আল-মোজাইরিকে সৌদি সেনাপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে তার পদবি চিফ অব আর্মস ফোর্সেস ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটি। পরে তা সংশোধন করে দেওয়া হয়েছে। অনিচ্ছাবশত তথ্যগত এই ভুলের কারণে আমরা দুঃখিত।--বার্তা সম্পাদক)