সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠনের দাবি

সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠনের দাবি

সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সংগঠনগুলোর জাতীয় সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

মন্ত্রণালয় ও কমিশন গঠনের দাবি ছাড়াও সংবাদ সম্মেলনে সমন্বয় কমিটি পক্ষ থেকে আরও তিনটি দাবি করা হয়। সেগুলো হচ্ছে, সংখ্যালঘু সুরক্ষা আইনের প্রণয়ন ও সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত, রাজনৈতিক-সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ ও সাহাবুদ্দীন কমিশনের রিপোর্টের সুপারিশগুলোর দ্রুত বাস্তবায়ন।

দাবিগুলো বাস্তবায়নের পক্ষে আগামী ৩১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সুরক্ষায় সরকার ছল-চাতুরি করছে। কিন্তু আর কোনও ছল-চাতুরি বা প্রতারণা নয়, রাষ্ট্রকে আমরা সক্রিয় দৃশ্যমান ভূমিকায় দেখতে চাই।’

সম্প্রতি সরকার দলীয় এক মন্ত্রীর ধর্ম নিয়ে কটূক্তি করার বিষয়ে রানা দাশগুপ্ত বলেন, সহিংসতার ‘দায় স্বীকার করে সেই মন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। সরকারেরও উচিৎ সেই মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা।’

সংবাদ সম্মেলনে মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সে দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরএআর/  এপিএইচ/