ঢামেক থেকে পালিয়েছে কয়েদি

ঢামেক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন সাজাপ্রাপ্ত আসামি মো. সোহেল পালিয়ে গেছে। এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সোহেল ঢামেক হাসপাতালের ২১৭ নং ওয়ার্ডের টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যায়। তাকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আজ তাকে ফের কারাগারে নিয়ে যাওয়ার কথা ছিল। কারারক্ষীরা তাকে নিয়ে বের হওয়ার পথে টয়লেটে যায় সোহেল। টয়লেট থেকে দীর্ঘক্ষণেও বেরিয়ে না আসায় কারারক্ষীরা ভেতরে গিয়ে দেখে সোহেল পালিয়ে গেছে। তাকে পাহারায় ছিলেন কারারক্ষী আজিজুল হাকিম (ব্যাচ নং ১২৫৯১) ও নজরুল মানিক (ব্যাচ নং- ১২৯৭২)।

আসামি পালানোর ঘটনায় আজিজ ও নজরুল নামের দুই কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর কয়েদি সোহেল পালিয়ে যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

দুই কারারক্ষিকে বরখাস্তেরর সিদ্ধান্তের কথাও জানান তিনি।

/এআরআর/এসটি/