'বাংলাদেশের মতো নগরায়ণের চাপ বিশ্বের কোথাও নেই'

20161205_110410

বাংলাদেশের মতো অপরিকল্পিত নগরায়ণের চাপের দৃষ্টান্ত বিশ্বের কোনও দেশে নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘উন্নয়নের জন্য নগরায়ণ ও শিল্পায়ন হতে হবে। তবে পরিবেশের ক্ষতি করে নয়।’

সোমবার রাজধানীর শেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলেনায়তনে 'বাপা-বেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও পরিবেশ' বিষয়ক বিশেষ সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘যে কয়টি বিষয় নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার সবকটিই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চ্যালেঞ্জ সমূহের দিকে তাকিয়েই লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমাদের দেশে ভূমিদস্যু, নদীদস্যু ও বনদস্যুসহ সব ধরনের দস্যু রয়েছে। ফলে পরিবশের এই দিকগুলো রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে সেটা চিন্তার বিষয়।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক খন্দকার বজলুল হক, বেনের প্রতিনিধি ড. মাহমুদুর রহমান প্রমুখ।

/আরএআর/এসটি/