ধর্ষণের শিকার নারীর মুখ অস্পষ্ট করল বিবিসি বাংলা

বিবিসি বাংলা`...পাঠকদের একাধিক মন্তব্য দেখে আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি এবং এখন ছবিটিতে মহিলার মুখ অস্পষ্ট করে দেয়া হয়েছে।’ এই বক্তব্য বিবিসি বাংলার, যা বিবিসি বাংলার ফেসবুক পেইজে আজ (সোমবার) প্রকাশিত হয়েছে।

‘আমার সামনেই হত্যা করা হয় বাবা ও স্বামীকে- বিবিসি বাংলাকে বললেন মোহসিনা।’ এই শিরোনামে গত ৪ ডিসেম্বর বিবিসি বাংলা ধর্ষণের শিকার ওই নারীর ছবিসহ একটি সংবাদ প্রকাশ করে। 

বিবিসি বাংলাখবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করা হয়। এর পর আজ (সোমবার) বিবিসি বাংলার ফেসবুকে পেইজে বলা হয়- ‘এই খবরটি নিয়ে অনেকে মন্তব্য করেছেন যে ধর্ষণের শিকার বলে অভিযোগকারী মহিলার ছবি বিবিসি বাংলা কেন প্রকাশ করলো। আমরা জানাচ্ছি যে,তার সম্মতি নিয়েই এই ছবি ও খবর প্রকাশ করা হয়েছে। তবে পাঠকদের একাধিক মন্তব্য দেখে আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি এবং এখন ছবিটিতে মহিলার মুখ অস্পষ্ট করে দেয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে বিবিসি বাংলার সাংবাদিক ওয়ালিউর রহমান মিরাজের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘এ বিষয়ে যা বলার আমরা তা ফেসবুকেই বলেছি।’

এপিএইচ/