আইজিসিএসই পরীক্ষায় বিশ্বসেরা সারওয়াকে সম্মাননা দিলো বিআইএসইএস

সারওয়া আল-সাইয়িদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন ডা. আবুল বাশার মো. নূরুজ্জামানইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই) পরীক্ষায় ইংরেজি বিষয়ে পূর্ণ নম্বর পেয়ে বিশ্বে প্রথম হওয়ায় সারওয়া আল-সাইয়িদকে সম্মাননা দিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখা (বিআইএসইএস)। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সারওয়া’র হাতে এই সম্মাননা তুলে দেন বিআইএসইএস’র পর্ষদ চেয়ারম্যান ডা. আবুল বাশার মো. নূরুজ্জামান।
বিআইএসইএস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি বছরের মে-জুন মাসে আইজিসিএসই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারওয়া’ই প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে এই পরীক্ষায় সারাবিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করার কৃতিত্ব দেখিয়েছে।
বিআইএসইএস’র বিজয় দিবসের অনুষ্ঠানে গার্লস শাখার গ্রেড-১০-এর শিক্ষার্থী সারওয়া আল-সাইয়িদকে বিশেস সম্মাননা দেন মো. নুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর ড. মো. আবুল হাসান। অনুষ্ঠানে বিআইএসইএস’র অন্যান্য পর্ষদ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ওই দিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিআইএসইএস-এ শুরু হয় মহান বিজয় দিবসের অনুষ্ঠান। এতে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন বিআইএসইএস শিক্ষক ফারজানা আলম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন সামিয়া হোসেন।
অনুষ্ঠানে বিআইএসইএস শিক্ষার্থীদের মধে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও কর্মময় জীবন তুলে ধরা হয়। বিআইএসইএস পর্ষদ চেয়ারম্যান ডা. আবুল বাশার মো. নূরুজ্জামান তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় নিজেদের অবস্থানে থেকে শিক্ষা অর্জন ও বাস্তব প্রয়োগে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বলয়ে অবস্থান করে ভিন্ন ভাষাভাষীদের কাছে নিজের দেশের ভাবমূর্তি রক্ষায় আমাদের সচেতন হয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে একজন পর্ষদ কর্মকর্তা বিআইএসইএস শিক্ষার্থীদের জন্য একটি অডিটোরিয়াম তৈরি করে দেওয়ার অনুরোধ জানান প্রধান অতিথির কাছে। প্রত্যুত্তরে প্রধান অতিথি সৌদি আরবের ৯টি বাংলাদেশি স্কুলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অর্থের কথা উল্লেখ করে বলেন, এসব স্কুলগুলোর উন্নয়নের সময় অডিটোরিয়াম তৈরির বিষয়টি বিবেচনায় থাকবে।
বিজয় দিবস অনুষ্ঠানে শিক্ষার্থীরা থিম সং, সমবেত নৃত্য, কবিতা আবৃত্তি, সমবেত সংগীত, একক সংগীত ও ফ্যাশন শো’তে অংশ নেয়।

 

/টিআর/