‘চলো বাংলাদেশ’ মৈত্রী ভ্রমণ প্রকল্পের যাত্রা শুরু

‘চলো বাংলাদেশ’ মৈত্রী ভ্রমণ প্রকল্পের যাত্রা শুরু ভারতের নেতাজী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ‘চলো বাংলাদেশ’ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ বিজয় উৎসবে ‘চলো বাংলাদেশ’ প্রকল্পের  যাত্রা শুরু করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বইমেলা উপলক্ষে ঢাকায় আমন্ত্রণ জানানো হয় পশ্চিমবঙ্গের বাঙলিদের। এই উদ্দ্যোগকে “ভারত-বাংলাদেশ মৈত্রী ভ্রমণ”  হিসেবেও উল্লেখ করা হয়।

এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ফেব্রুয়ারি মাসজুড়ে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ ভ্রমণের আয়োজন করা হবে। পরবর্তীতে পহেলা বৈশাখ, বইমেলা, ঈদ উৎসব, দুর্গাপূজা, লালন শাহ মেলা ও লাঙ্গলবন্দ পূণ্যস্নান উৎসবকে কেন্দ্র করেও চলবে এ ভ্রমণ সংযোগ।  অনুষ্ঠানে ভ্রমণ প্রকল্পটি উপস্থাপন করেন প্রকল্পের গবেষক মহিউদ্দিন হেলাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর পরিচালক ড. ভূবন চন্দ্র বিশ্বাস, কলকাতাস্থ ডেপুটি হাই কমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) বি.এম জামাল হোসেন, প্রথম সচিব (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপ-ব্যবস্থাপক আনন্দ কুমার মজুমদার প্রমুখ।

/সিএ/এপিএইচ/