নিঃশর্ত ক্ষমা চাইলেন গাইবান্ধার এসপি

হাইকোর্টআদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম। ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহার করায় ব্যাখ্যা চান হাইকোর্ট। রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চান।

গত ২ জানুয়ারি হাইকোর্টের তলবে হাজির হয়েছিলেন এসপি মো. আশরাফুল ইসলাম। কিন্তু ওইদিন বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে সুপ্রীমকোর্টে ছুটি ঘোষণা করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু গাইবান্ধার এসপির হাইকোর্টে এসে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে হাজিরা দেওয়ার বিষয়টি উত্থাপন করলে আদালত ৮ জানুয়ারি তাকে হাজিরের নির্দেশ দেন।

গত ১২ ডিসেম্বর ‘বাঙালি’ শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় গাইবান্ধার জেলা প্রশাসক আবদুস সামাদকে ক্ষমা করে একই শব্দ প্রয়োগের ব্যাখ্যা দিতে গাইবান্ধার এসপিকে তলব করেন হাইকোর্ট।

গাইবান্ধার ডিসি আবদুস সামাদকে ব্যাখ্যার জন্য ডাকা হলে তিনি তার ব্যাখ্যায় বলেন, সাঁওতালদের ঘটনায় এসপির দেওয়া প্রতিবেদনের আলোকে তিনি হাইকোর্টে প্রতিবেদন দেন। এরপর এ বিষয়ে ব্যাখ্যা দিতে এসপিকে তলব করেন আদালত।

/ইউআই/এসএনএইচ/