না.গঞ্জে দুপুরের খাবার খেয়ে ৩০ মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ

ঢামেক হাসপাতালে মাদ্রাসা শিক্ষার্থীরানারায়ণগঞ্জের সোনারগাঁও একটি মাদ্রাসায় দুপুরের খাবার খেয়ে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসায়  দুপুরের খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটে। চিকিৎসকরা বলছে ফুড পয়জনিং থেকে এমনটা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক আলাউদ্দিন জানান, দুপুরের খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। দুপুরের খাবারে তারা ভাত, ছোটমাছ ও ডাল খেয়েছিল। তবে যারা ডাল খেয়েছিল সবাই তারা অসুস্থ হয়ে পড়ে বলে জানান আলাউদ্দিন। ঢামেকে জরুরি বিভাগের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরজে/এআইবি/এমএনএইচ/