অভিনেতা কল্যাণ কোরাইয়ার জামিন

অভিনেতা কল্যাণ কোরাইয়াপ্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার অভিনেতা কল্যাণ কোরাইয়া জামিন পেয়েছেন। সোমবার দুপুরে ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়ার আইনজীবী মো. ফারুক আদালতে তার মক্কেলের জামিন আবেদন করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিনের বিরোধিতা করেন। কিন্তু বিচারক শুনানি শেষে কল্যাণের জামিন মঞ্জুর করেন।  

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় গাড়ি চাপায় গুরুতর আহত হন জিয়া। এ ঘটনায় প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর অভিনেতা কল্যাণ কোরাইয়ার বিরুদ্ধে মামলা করেন। পরদিন ১০ জানুয়ারি রাতে কলাবাগান থানা পুলিশ কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জিয়াকে গা‌ড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অ‌ভি‌যোগ আনা হ‌য়। বর্তমানে জিয়া সিঙ্গাপুরে গ্লেনইগলস হাসপাতালে চিকিৎসাধীন।

/এসআইটি/বিটি/

এ সংক্রান্ত আগের খবর:


ফটোসাংবাদিক জিয়াকে গাড়িচাপার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়া গ্রেফতার