মাধ্যমিকের মেধাবীদের সংবর্ধনা দেবে সরকার

IMG_20160511_133504-696x407মাধ্যমিক ও সমমানের সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির ভালো ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০১৬ সালের বার্ষিক পরীক্ষায় এই চার শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হবে। বুধবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মেধাবী শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রিপরিষদের নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও সমপর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম থেকে তৃতীয় হওয়া শিক্ষার্থীদের একটি আধা-সরকারি পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের তালিকা সংগ্রহের নির্দেশও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠির সঙ্গে মেধাবীদের দেওয়ার জন্য আধা-সরকারি পত্রের একটি খসড়াও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চিঠিতে বলা হয়, মেধার লালন ও মূল্যায়ন করা হলে মেধাবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়বে। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর এবং সমপর্যায়ের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তবে জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তম থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় না। এই মেধাবীরা আগামী দিনের কাণ্ডারি। সংবর্ধনা দিলে তারা উৎসাহিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ তাদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাঠে পাঠানো চিঠিতে আরো জানানো হয়, সম্ভব হলে আধা-সরকারি পত্রের সঙ্গে মানসম্মত কিছু বই ও ফুল দিতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, প্রতি বছরই মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
/এসএমএ/এএআর/ আপ-এমডিপি/