তেজকুনি পাড়ায় কিশোর হত্যায় মামলা দায়ের


আবদুল আজিজরাজধানীর তেজকুনি পাড়ায় আবদুল আজিজ নামে এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তেজগাঁও থানায় নিহতের মা শরীফা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মা মামলা  (নম্বর ২৮) দায়ের করেছেন। আসামিরা হলো- সায়মন, মনির ও জুয়েল। এরমধ্যে সায়মনকে প্রধান আসামি করা হয়েছে। এই তিন জনই বর্তমানে পুলিশের হাতে  আটক রয়েছে। এই মামলায় তাদের  গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটার দিকে তেজকুনি পাড়া মডেল হাইস্কুলের সামনে কয়েকজন কিশোরের মধ্যে  হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে আবদুল আজিজকে প্রথমে ব্যাট দিয়ে পেটানো হয় ও পরে ছুরি দিয়ে আঘাত করা হয়।গুরুতর আহতাবস্থায় আজিজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া  হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আজিজের বাবার নাম আব্দুল বাছির, মা শরীফা বেগম। তারা তেজকুনি পাড়া রেলওয়ের বস্তিতে বসবাস করে। আজিজ কিছুদিন পড়াশুনা করলেও ৫-৬ বছর ধরে একটি ওয়ার্কশপে কাজ করতো।
আরজে/এপিএইচ/