চলন্ত বাসে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ ও তদন্ত দাবি

বাসে যৌন হয়রানি

চলন্ত বাসে একজন বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাসের চালক ও সুপারভাইজার যৌন হয়রানি করার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনাটির তদন্ত দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার সংস্থাটির সভাপতি আয়েশা খানম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, আজ সোমবার একটি জাতীয় দৈনিকে ‘চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, ‘গত ২১ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে ওই ছাত্রীকে বাসের চালক রইজ ও সুপারভাইজার মাসুদ শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে যৌন হয়রানি করে। মেয়েটি ঢাকায় নামার সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর চেষ্টা করে তারা। পরে মেয়েটির আত্মীয়রা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।’ নারীর প্রতি সহিংসতামূলক এই যৌন হয়রানির ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অভিযোগটি তদন্তের জন্য সরকারের স্বরাষ্ট্র এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে। এ ঘটনায় দোষীদের যথাযথ সাজা ও ছাত্রীটির নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে মহিলা পরিষদের পক্ষ থেকে।

/টিএন/