‘ক্যান্সারের চিকিৎসা দেশেই সুলভ ও সহজলভ্য করে তুলতে হবে’

বিএসএমএমইউতে আয়োজিত ক্যানসার দিবসের র‌্যালিক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যেন বিদেশে যেতে না হয় তার জন্য দেশেই সহজে ও সুলভে ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য সঠিক ও উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্যান্সার বিভাগ, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগসহ সংশ্লিষ্ট সব বিভাগের কার্যক্রম এগিয়ে নিতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ মন্তব্য করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ের অনকোলজি বিভাগ, হেমাটোলজি বিভাগ এবং শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক র্যা লিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কামরুল হাসান খান। র্যা লিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রধান ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।
র্যা লিতে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘দেশেই ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা সুলভ ও সহজলভ্য করে তুলতে হবে। তাদের জন্য এমন চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে যেন তাদের এই রোগের চিকিৎসার জন্য বিদেশ যেতে না হয়।’ রোগীদের এই স্বার্থের কথা বিবেচনা করে দেশের একমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রমকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন কামরুল হাসান।
প্রসঙ্গত, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘আমি পারি, আমরাও পারি।’



/জেএ/টিআর/