নূর হোসেন ও আরিফের আপিল শুনানির জন্য গ্রহণ

সাত খুননারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাব-১১ এর চাকরিচ্যুত মেজর (অব.) আরিফ হোসেনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের রায়ে করা জরিমানা স্থগিত করা হয়েছে।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নূর হোসেন ও আরিফ হোসেনের পক্ষে ছিলেন তাদের আইনজীবী এস আর এম  লুৎফুর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে জরিমানা স্থগিত করেছেন। আদালত জানিয়েছেন আপিল ও ডেথ রেফারেন্সের ওপর একই সঙ্গে শুনানি হবে।

গত ১৬ জানুয়ারি নারায়নগঞ্জের সাত খুনের মামলার রায়ে নূর হোসেন ও র‌্যাবের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা (পরবর্তীতে বরখাস্তকৃত) সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত। পরে ২২ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে ওইদিনই পূর্ণাঙ্গ রায়ের কপি, জুডিশিয়াল রেকর্ড, সিডিসহ বিভিন্ন নথিপত্র (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পৌঁছে দেওয়া হয়। গত ২৯ জানুয়ারি সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে উপস্থাপন করা হলে অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক তৈরির নির্দেশ দেন তিনি।

/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন: 

ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে ১২ অ্যামিকাস কিউরি

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধের নির্দেশ