অসুস্থ নেতাকে নিয়ে ঢাকা মেডিক্যালে বিমানমন্ত্রী


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য হাফিজুর রহমান ভূঁইয়াকে (৮০) নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে অসুস্থ এ নেতাকে হাসপাতালে ভর্তি করেন তিনি।
ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর আরেক সদস্য আনিসুর রহমান মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৮ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন পার্টির প্রবীণ নেতা হাফিজুর রহমান। চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। তার মস্তিষ্ক বিকল হয়ে যাওয়ার পর তাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। পার্টির সভাপতি মেনন নিজেই বিমানবন্দর থেকেই অসুস্থ নেতাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওয়ার্কার্স পার্টির অসুস্থ নেতাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট-২ এ (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার বেড নম্বর-১৬।

/পিএইচসি/এআইবি/এমও/এআর/