ইসি নিয়োগের বৈধতা নিয়ে রিটের আদেশ আজ

নির্বাচন কমিশনসদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের বিষয়ে আদেশ আজ সোমবার দুপুরে। এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি সাংবাদিকদের বলেন, ‘রিট আবেদনে শুনানি শেষে আজ মধ্যাহ্নবিরতির পর আদেশের জন্য সময় ধার্য করেছেন আদালত।’

এর আগে রবিবার (১২ ফেব্রুয়ারি) রিট আবেদনটি করা হয়। এতে বলা হয়েছে, ১৯৭৪ সালের আইনের ৫(১) ধারা অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না। সুতরাং আইন লঙ্ঘন করেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

/ইউআই/জেএইচ/