আকাশে উড়াল ভালোবাসা

হেলিকপ্টার ভ্রমণের আগে সাকিব-তাহমিনা যুগলভালোবাসার মানুষকে চমকে দিতে পছন্দ করেন সবাই। ভালোবাসা দিবসকে ঘিরে এই আয়োজন হয়ে ওঠে আরও বিশেষ। এ বছরের ভালোবাসা দিবসে ঠিক তেমনই নিজের ভালোবাসার মানুষটিকে চমকে দিয়েছেন মাসরুর সাকিব। প্রেমিকাকে চড়িয়েছেন হেলিকপ্টারে, দেখিয়েছেন নারায়ণগঞ্জে অবস্থিত বাংলার তাজমহল।
হেলিকপ্টারের সামনে সাকিব ও তাহমিনামঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষ তাহমিনা চৌধুরীকে চমকে দিতে এমনই ভিন্ন আয়োজন ছিল মাসরুর সাকিবের। এদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে সাকিব-তাহমিনা যুগল ‍উৎযাপন করেছেন ভালোবাসা দিবস। ঢাকা শহর ঘোরা শেষ করে তারা পাখির চোখে দেখে এসেছেন নারায়ণগঞ্জে অবস্থিত বাংলার তাজমহল।
যে মানুষটি আজীবনের সঙ্গী হবে, তাকে চমকে দিতেই এমন আয়োজন করেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান মাসরুর সাকিব। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা শেষে ব্যবসা করছেন মাসরুর। মাসখানেক আগেই পরিচয় তাহমিনা চৌধুরীর সঙ্গে। দু’জনেই ঢাকা থাকেন। পরিচয় থেকে ভালো লাগা, তারপর তা রূপ নেয় ভালোবাসায়।
হেলিকপ্টারে উড়ছেন সাকিব-তাহমিনামাসরুর সাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভালোবাসার মানুষের সঙ্গে একটু অন্যরকমভাবে ভালোবাসা দিবসটি কাটাতে চেয়েছিলাম। তখন মনে হলো, হেলিকপ্টারে চড়ে ঘুরতে পারি এই দিনটিতে। তাই দু’জনে একটু ভিন্নভাবে কিছুটা সময় কাটাতেই এই আয়োজন করেছি।’
মনের সঙ্গে মন মিললে, পরস্পরের প্রতি আস্থা আর বিশ্বাসের বন্ধন দৃঢ় হলে ভালোবাসার রঙ ছড়িয়ে পড়ে মন থেকে মনে। সাকিব-তাহমিনা যুগলের ভালোবাসার গল্পটি ঠিক এমনই। তবে প্রেমিকের ভালোবাসা দিবসের আয়োজন চমকে দিয়েছে তাহমিনাকেও। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ভাবতে পারিনি এমন কোনও আয়োজন করবে ও। একদম চমকে গিয়েছি।’
হেলিকপ্টার থেকে পাখির চোখে বাংলার তাজমহলশুধু মাসরুর সাকিব-তাহমিনা চৌধুরী যুগল নয়, অনেকেই বৈচিত্র্যের স্বাদে ভালোবাসা দিবস উদযাপন করতে হেলিকপ্টারে উঠছেন বলে বাংলা ট্রিবিউনকে জানালেন একটি বেসরকারি হেলিকপ্টরের ব্যবস্থাপক এ কে এম হক। তিনি বলেন, ‘স্বল্প সময়ের জন্য হেলিকপ্টার ভ্রমণের আয়োজন শুরু করেছি মানুষের আগ্রহের কথা ভেবে। ঢাকার আশপাশের এলাকায় যে কেউ ভ্রমণ করতে পারবেন। আজ (মঙ্গলবার) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই ভ্রমণ করেছেন। হেলিকপ্টার ভ্রমণের ব্যাপ্তিকাল ৩০ মিনিট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল থেকে শুরু হয় ভ্রমণ।’ 

আরও পড়ুন-

ভালোবাসার ঢেউ লেগেছে সৈকতে

ভালোবাসা দিবসে: পথশিশুদের নিয়ে ভিন্ন আয়োজন

/সিএ/টিআর/