টিএসসি থেকে ছুরিসহ মাদ্রাসাছাত্র আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ছুরিসহ এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত দশটার দিকে তাকে আটক করা হয়। রমনা জোনের ডেপুটি কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহাবাগ থানা হেফাজতে আটক মাদ্রাসা শিক্ষার্থী
মারুফ হোসেন সরদার বলেন, ‘ছেলেটির নাম নূরে আলম। খুবই বাচ্চা একটি ছেলে। তাকে টিএসসি এলাকা থেকে আটক করা হয়েছে। তার ব্যাগে একটি ছুরি পাওয়া গেছে। ছেলেটি জানিয়েছে, সে মাদ্রাসা থেকে পালিয়েছে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈকত আমিন নামে একজন লিখেছেন, ‘টিএসসিতে আমাদের উপর মাদ্রাসাছাত্রের ছুরি দিয়ে হামলার চেষ্টা। বর্তমানে সে শাহাবাগ থানা হেফাজতে।’

তবে সৈকত আমিনের সঙ্গে থাকা শিমুল চৌধুরী দ্রুব জানান, তারা টিএসসিতে বসে আড্ডা দিচ্ছিলেন। একটা ছেলে অনেকক্ষণ ধরে ফলো করছিল। তাকে দেখে সন্দেহ হলে তার ব্যাগ খুঁজে একটি ছুরি পাওয়া গেছে। এরপরই ছেলেটিকে শাহাবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, মাদ্রাসা থেকে পালিয়ে আসা এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ছেলেটি হিফজুল কোরআনের ছাত্র, ২৫ পাড়া মুখস্ত।

/আরজে/এমও/