ডব্লিউএলএফ পুরস্কার পেলেন হুইপ ইকবালুর রহিম

 

হুইপ ইকবালুর রহিমসামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের (ডব্লিউএলএফ) ২০১৭ সালের  সোশ্যাল ইনোভেটর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দুবাইয়ে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার তাকে সম্মানসূচক এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নিজের নির্বাচনি এলাকায় হিজড়া সম্প্রদায়ের জন্য আবাসনের ব্যবস্থা গ্রহণ করে মানবপল্লী গড়ে তোলা, বৃদ্ধাশ্রম নির্মাণসহ সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে ইকবালুর রহিম বলেন, ‘এ ধরনের অ্যাওয়ার্ড প্রাপ্তি দেশের জন্য সম্মানের। এটা আমাকে সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি অবদান রাখতে অনুপ্রাণিত করবে।’

তিনি বলেন, ‘হিজড়ারা আমাদের পরিবারেরই সদস্য। কিন্ত যে কারণেই হোক তারা আজ অবহেলিত। তাদের প্রতি একটু যত্মশীল হলেই তারা সমাজের সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পারে। সে ভাবনা থেকেই আমার সামান্য এ চেষ্টা।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে নেতৃত্ব ও সামাজিক উদ্যোগের স্বীকৃতি দেওয়া জন্য কাজ করছে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন। সূত্র: বাসস।

/এফএস/

আারও পড়ুন-


আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে: প্রধানমন্ত্রী